রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সড়কে সচেতনতা বৃদ্ধিতে বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা 

বরিশাল ব্যুরো  

সড়কে সচেতনতা বৃদ্ধিতে বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা 

‘ছাত্র জনতার অঙ্গীকার’ নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান নিয়ে  বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে বরিশাল জিলা স্কুলের হলরুমে জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী হালদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আরিফ হোসেন, জেলা ট্র্যাফিক পুলিশের পুলিশের ইন্সপেক্টর (টিআই) আবদুর রহিম, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল আমিনসহ অন্যরা। 

সভায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে সড়কে সতর্কভাবে চলাচলের জন্য সড়কে দুর্ঘটনা এড়াতে প্রজক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার সচিত্র চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ট্র্যাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়। 

সড়কে কিভাবে চলাচল করতে হবে এবিষয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন করা হয়। পরে প্রশ্নের সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টিএইচ